যশোর প্রতিনিধি: যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এ অন্যের হয়ে সাক্ষ্য দিতে এসে সাইদুর রহমান (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। পরে বিচারক মো. পারভেজ শাহরিয়ার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক সাইদুর যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, শহরের পুরাতন কসবা ঘোষপাড়ার বাসিন্দা রেজাউল ইসলামের জমি সংক্রান্ত একটি মামলায় প্রকৃত সাক্ষী ছিলেন ইয়াসির আরাফাত। কিন্তু বুধবার ইয়াসিরের পরিচয়ে আদালতে হাজির হন সাইদুর। সাক্ষ্য দেওয়ার সময় তথ্য ও নামের গড়মিল ধরা পড়লে বিচারক তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে সাইদুর স্বীকার করেন, তিনি প্রকৃত সাক্ষীর বদলে আদালতে এসেছেন।
এ ঘটনায় আদালতের নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে কারাগারে পাঠানো হয়।